Description
রতনতনু ঘাটী খুব সহজ ভাষায়, সুন্দর ছন্দে ছোটোদের মনের কথা বলতে পারেন। তাই ছোটোরা তাঁর ছড়া-কবিতার মুগ্ধ পাঠক। বড়োরাও তাঁর এই সব ছড়া-কবিতা পড়তে পড়তে কুড়িয়ে পান তাঁদের বর্ণময় হারানো শৈশব।
ছোটোরা তাঁর অসংখ্য মন-কাড়া ছড়া-কবিতা আবৃত্তি করে জিতে নেয় নানা আবৃত্তি প্রতিযোগিতায় সেরার পুরস্কার। তাই এই সংকলনটি সাজিয়ে দেওয়া হয়েছে তাঁর আগে প্রকাশিত বই এবং এখনও কোনো বইতে প্রকাশিত হয়নি এমন সব বাছাই করা আশ্চর্য-সুন্দর ছড়া-কবিতা দিয়ে।
এই বইটিতে ছোটোরা আবৃত্তি করে আনন্দ পাবে এমন ‘স্বপ্নের ফেরিওয়ালা’, ‘আধখানা ছেলেবেলা’, ‘পাসওয়ার্ডের বাড়ি’, ‘আকাশ-চোর’, ‘গল্প-খেলার সময় তো নেই’, ‘গল্প-বলা কম্পিটিশন’ ও ‘অঙ্ক-পাখি’র মতো ছড়া-কবিতা যেমন আছে, তেমনই আছে ‘ইচ্ছেপুরের গল্প’, ‘হস্টেলের চিঠি’, ‘ইতি ছোট বোন তুলি’, ‘পাপানের প্রশ্ন’, ‘পৃথিবীকে ভালোবেসে’, পুষ্পক-প্রাইমারি’, ‘ছেলেবেলা’, ‘চাঁদ-চোর’ এবং ‘মিথ্যেরাজার দেশে’র মতো ছড়া-কবিতাও।
তিনি এমনভাবে এই সব ছড়া-কবিতা লেখেন, ছোটোদের চোখের সামনে ভেসে ওঠে এক মায়াময় রূপকথার জগৎ, এক অপরূপ স্বপ্নের পৃথিবী। পড়তে পড়তে ছোটোদের মনে হয়, তিনি যেন তাদের পাশে বসে আবৃত্তি করছেন।
তাই ছোটো-বড়ো সকলের কাছেই রতনতনু ঘাটীর এই সংকলনটি সমান আদরণীয় হয়ে উঠবে সন্দেহ নেই।







Reviews
There are no reviews yet.