এই গ্রন্থের লেখক সুব্রত ঘোষের দীর্ঘ কর্মজীবনের গরিষ্ঠ অংশ কেটেছে ভারতীয় জীবন বিমা নিগম-এ। বিপণন ও প্রশাসনিক ম্যানেজারের পদের সবরকম দায়িত্ব পালন করেছেন অবসরের শেষ দিন পর্যন্ত।
এরপর এজেন্টদের গাইড করার জন্য আর এন আই এস-এর কলকাতা শাখায় যোগ দেন ফ্যাকাল্টি হিসেবে। এস বি আই লাইফ ইনশিয়োরেন্স-এর কলকাতা শাখার এ টি আই-এর প্রধান ফ্যাকাল্টি হিসেবে কর্মরত ছিলেন টানা তিন বছর। কলকাতার নেতাজি নগর কলেজে ইনশিয়োরেন্স সার্টিফিকেট কোর্স-এর ভিজিটিং ফ্যাকাল্টি হিসেবেও ক্লাস নিয়েছেন নিয়মিত।
ভারতবর্ষের প্রাচীনতম বিমা প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইনশিয়োরেন্স ইনস্টিটিউট, কলকাতার বিমাভিত্তিক বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছেন তিন দশকেরও বেশি সময় ধরে। বর্তমানে, তিনি এই প্রতিষ্ঠানেরই ভাইস প্রেসিডেন্ট। লার্নিং সেন্টার অব ইনশিয়োরেন্স মার্কেটিং অ্যান্ড ফিনানশিয়াল প্ল্যানিং-এর সহ-সম্পাদক হিসেবেও তিনি সক্রিয়।