Himangshu Chattapadhyya / হিমাংশু চট্টোপাধ্যায়

Himangshu Chattapadhyya / হিমাংশু চট্টোপাধ্যায়

বিগত শতাব্দীর সাতের দশকের শেষদিকে পেশাদারি সাংবাদিকতার আঙিনায় হিমাংশু চট্টোপাধ্যায়-এর প্রবেশ। বিভিন্ন সময় কাজ করেছেন একাধিক দেশি-বিদেশি নিউজ এজেন্সি ও সাময়িকপত্রে। এ ছাড়াও পেশাগতভাবে যুক্ত ছিলেন বঙ্গলোক, ওভারল্যান্ড প্রভৃতি সংবাদপত্রের সঙ্গে।

খেলাধুলো, ধর্ম, সংস্কৃতি, রাজনীতি ও নানান বিষয় নিয়ে নিয়মিতভাবে লেখালেখি করে চলেছেন আজও। সম্পাদনা করেছেন প্রসাদ পত্রিকা। একসময় তাঁর ওপরেই ন্যস্ত ছিল দুটি বাংলা দৈনিকের সম্পাদকীয় দায়িত্বভার। ক্যালকাটা জার্নালিস্টস ক্লাব-এর সভাপতির দায়িত্বে রয়েছেন একদশকেরও বেশি সময় ধরে। একইসঙ্গে তিনি অল বেঙ্গল জার্নালিস্টস ইউনিয়ন-এরও সভাপতি এবং বেঙ্গল ফিল্ম জার্নালিস্টস অ্যাসোসিয়েশন-এর সহ-সভাপতি।

২০১০ সাল থেকে শ্রীচট্টোপাধ্যায় কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক-এর নিয়ন্ত্রণাধীন সেন্ট্রাল প্রেস অ্যাক্রেডিটেশন কমিটি-র অন্যতম সদস্য হিসেবে কর্মরত। ১৯৮২ সাল থেকে নিরবচ্ছিন্নভাবে তিনি কলকাতা দূরদর্শন, আকাশবাণী ও বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেল আয়োজিত আলোচনাচক্রে অংশগ্রহণ করে চলেছেন।

সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য বি এফ জে এ এবং উত্তমকুমার অ্যাওয়ার্ড ছাড়াও দেশে-বিদেশে বহুবার শ্রীচট্টোপাধ্যায় পেয়েছেন বিবিধ সম্মাননা ও সংবর্ধনা।

বর্তমান গ্রন্থটি তাঁর দশকব্যাপী গবেষণার ফসল।

Books By Himangshu Chattapadhyya / হিমাংশু চট্টোপাধ্যায়