যশস্বী সাংবাদিক গোপালকৃষ্ণ রায়ের জন্ম ওপার বাংলায়। কিন্তু তাঁর মনন ও চেতনা পরিপুষ্ট হয়েছে এপার বাংলার কৃষ্ণনগরে- এক ঐতিহ্যময় সাংস্কৃতিক পরিমণ্ডলে। সংবাদ সংস্থা ইউ এন আই-এর প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। সাংবাদিকের অনুসন্ধানী চোখ দিয়ে যা দেখেছেন, নিবন্ধের আকারে তা-ই তুলে ধরেছেন পাঠকের কাছে। মহানায়িকা সুচিত্রা সেনের সান্নিধ্যধন্য তিনি। গোপালকৃষ্ণবাবুর সুচিত্রার কথা তাঁকে পৌঁছে দিয়েছে বৃহত্তর পাঠকসমাজের কাছে।প্রতিবেদনধর্মী নিবন্ধ রচনার পাশাপাশি কথাসাহিত্য সৃজনেও নিয়ত সচল থেকেছে তাঁর কলম। অনধিক ত্রিশটি উপন্যাস ও গল্পসংগ্রহের রচয়িতা। প্রয়াণ ২০১৬ সালের জানুয়ারি।