ড. পীযূষকান্তি পাল কৃষিবিশেষজ্ঞ রূপেই খ্যাতিমান। তাঁর জন্ম ১৯৪৩ সালে অধুনা বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার কুঠি গ্রামে। বর্তমানে তিনি ত্রিপুরানিবাসী। ১৯৬৭ সালে কৃষিবিদ্যায় ওড়িশা থেকে বি-এসসি পাশ করার পর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তাঁর উচ্চশিক্ষা (MSc. LLB) সমাপ্ত হয়। ১৯৭৭সালে তিনি কৃষিবিদ্যায় পিএইচ ডি লাভকরেন। পরে ১৯৮৮ সালে ইংল্যান্ডে DIRD এবং ১৯৯২ সালে CI ডিগ্রি লাভ করেন। পীযূষকান্তি কর্মজীবনে বহু পদ অলংকৃত ভূমি ব্যবহার পর্ষদ-এর প্রাক্তন অধিকর্তা ও যুগ্মসচিব (উদ্যান ও ভূমি সংরক্ষণ বিভাগ) এবং ত্রিপুরা সরকারের কৃষি-উপদেষ্টা হিসেবে তিনি একসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ভারত সরকারের গ্রাম উন্নয়ন, বিবিধ বিষয়ের লেখক পীযূষকান্তি বাংলার পাঠকের কাছে এক জনপ্রিয় নাম।