Buddhadeb Guha / বুদ্ধদেব গুহ

Buddhadeb Guha / বুদ্ধদেব গুহ

বুদ্ধদেব গুহর জন্ম ১৯৩৬ সালের ২৯ জুন কলকাতায়। পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। বিভিন্ন সময়ে সদস্য হিসেবে যুক্ত ছিলেন পশ্চিমবঙ্গের আয়কর বিভাগ, আকাশবাণী কলকাতা কেন্দ্রের অডিশন বোর্ড এবং কেন্দ্রীয় ফিল্ম সেন্সার বোর্ড-এর সঙ্গে। এ মুহূর্তে তিনি পশ্চিমবঙ্গ সরকারের বন্যপ্রাণী উপদেষ্টা পর্ষদ, পর্যটন বিভাগের উপদেষ্টা পর্যদ, নন্দন উপদেষ্টা পর্যদ এবং বিশ্বভারতীর রবীন্দ্রভবন পরিচালন সমিতির সদস্য। মাধুকরী তাঁর সবচেয়ে জনপ্রিয় উপন্যাস। ঋভু ও ঋজুদা তাঁর সৃষ্ট দুটি জনপ্রিয় চরিত্র। আনন্দ পুরস্কার, শিরোমণি পুরস্কার ও শরৎ পুরস্কার-সহ বহুসম্মাননায় সম্মানিত কথাসাহিত্যিক ছাড়াও সংগীতশিল্পী ও চিত্রশিল্পী হিসেবে রয়েছে তাঁর স্বতন্ত্র পরিচয়।

Books By Buddhadeb Guha / বুদ্ধদেব গুহ