Availability: In Stock

প্যারিস কাল আজ কাল / PARIS-KAAL AAJ KAAL

Original price was: ₹125.00.Current price is: ₹100.00.

নারী ও নগরী, সুরা ও সুগন্ধি, ছবি ও ছায়াছবি কিংবা বইয়ের মতো বই মানেই ফ্রান্স। আর যে শহর আমাদের মনে ফরাসি উৎকর্ষের সুবাস বয়ে আনে তা হল প্যারিস।

পৃথিবীর শিল্প, সাহিত্য, সংস্কৃতি অথবা দর্শনের যদি কোনো অভিন্ন রাজধানী থেকে থাকে,

তবে তা হল প্যারিস, প্যারিস এবং প্যারিস।

Description

সম্ভবত পৃথিবীর মানুষকে দু-ভাগে ভাগ করা যায়। এক যারা প্যারিস দেখেছে; দুই যারা প্যারিস দেখেনি।

সম্ভবত পৃথিবীর সব কবিকেও দু-ভাগে ভাগ করা যায়।

এক যাদের মাতৃভূমি শুধু তাদের নিজেরই দেশ;

দুই যাদের মাতৃভূমি তাদের নিজের দেশ ছাড়াও আর একটি শহর- প্যারিস। ইতিহাসে মুখ থুবড়ে পড়ে থাকার মতন শহর প্যারিস নয়, উলটে ইতিহাসই এখানে মুখ থুবড়ে পড়ে থাকে। এখানে কেউ নারীর হাত ধরে প্রবিষ্ট হয়ে অবশেষে কবিতা, শিল্প কিংবা দর্শনের হাত মুঠো করে ধরে নিষ্ক্রান্ত হয়।

আবার কেউ কবিতা, শিল্প বা দর্শনের হাত পাকড়ে ঢোকে এবং বার হয় নারীর আঁচল আঁকড়ে।

প্যারিস নারীর মতন টানে, প্যারিসের নারীরা নিয়তির মতন টানে। আর সেই টানে অভিমন্যুর মতো চক্রব্যূহে প্রবিষ্ট লেখক আর নিষ্ক্রান্ত হতে পারেন না কুহকিনী এ শহরের মায়াজাল থেকে।

প্যারিস তাই তাঁর কাছে সতেরোশো ঊননব্বই-এর লসিয় রেজিম, যুগো, কিংবা মালার্মের লিতেরাচুর, দেরিদার অবিনির্মাণ, পাস্কালের হৃদয়ের যুক্তি, গোদার-কে বোঝার বৃথা চেষ্টা, ক্রফোর ফ্রিজ শট, পোলানস্কির জীবনসিনেমা, ব্রিজিৎ বার্ডোর লাস্য, কামুর ফুটবল, পারফিউমের সুগন্ধ, কনিয়াকের ঘ্রাণ আর রাতের আলো-আঁধারিতে উদ্দাম স্ট্রিপটিজ়।

কাল থেকে শুরু হয়ে আজ ছুঁয়ে প্যারিস প্রবহমান আগামী কাল-এ। চিরযৌবনা এ নগরীর শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও মননের মায়াবী রূপকথা প্যারিসপ্রেমিক লেখকের কলমে।

Reviews

There are no reviews yet.

Be the first to review “প্যারিস কাল আজ কাল / PARIS-KAAL AAJ KAAL”

Your email address will not be published. Required fields are marked *