Description
শিক্ষাবিদ, প্রাবন্ধিক, কবি, ছড়াকার, গীতিকার, সুরকার, গায়ক তথা গবেষক দীপঙ্কর চট্টোপাধ্যায় বাংলা সংগীত জগতের এক উজ্জ্বল জ্যোতিষ্ক।
তাঁর কথা, সুর ও কণ্ঠের জাদু আমাদের আচ্ছন্ন করে রেখেছে পাঁচ দশকেরও বেশি সময়।
কলকাতার এক ঐতিহ্যবাহী পরিবারের সন্তান দীপঙ্করের কথা, বাংলা সংগীতে তাঁর অবদানের কথা বারবার আমাদের মনে করিয়ে দিয়েছেন অশোক রায়, অভিজিৎ সেনগুপ্ত ও সমরেন্দ্রনাথ দাসের মতো কবি-সাহিত্যিকেরা।
জীবন, দীপঙ্করবাবুর কাছে, এক স্বচ্ছ আয়না- চোখ রাখলেই যেখানে ফুটে ওঠে অতীত ও অনতি-অতীতের শালপ্রাংশু অনেক ব্যক্তিত্ব ও মোড়-ঘোরানো ঘটনা।
এই আত্মকথন তাই অকপট, নিবিড় ও অনাড়ম্বর। পাঠক এর পাতা উলটোলে হয়তো-বা পেয়ে যাবেন ফেলে আসা সময়ের কিছু সোনালি মুহূর্তকে।







Reviews
There are no reviews yet.