Description
১১ ফেব্রুয়ারি ১৮৮৬। সন্ধে সাড়ে সাতটায় গলার ব্যথায় কাতর ঠাকুর শ্রীরামকৃষ্ণ একটুকরো কাগজ আর পেনসিল চেয়ে নিয়ে লিখলেন- ‘নরেন শিক্ষে দিবে।’ সাড়ে উনচল্লিশ বছরের স্বল্পায়ু জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নরেন গুরুপ্রদত্ত সে দায়িত্বই পালন করে গিয়েছিলেন অক্ষরে অক্ষরে। সভ্যতার শুরু থেকে আজ অবধি তাঁর মতো মানবতাবাদী কোনো অগ্নিপুরুষ আবির্ভূত হননি এই পৃথিবীতে।
তিনি এক। একক। অদ্বিতীয়।
বিবেকানন্দ কোনো ব্যক্তি নন, তিনি স্বয়ং বিপ্লব, এক সামগ্রিক আধ্যাত্মিক অভ্যুত্থান। ভারতীয় সভ্যতার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ-কে তিনি গেঁথেছেন অভিন্ন সূত্রে, প্রাচ্যকে জুড়েছেন প্রতীচ্যের সঙ্গে, পশ্চিমের কর্মোন্মাদনাকে কর্মযোগে উত্তরিত করে মিলিয়েছেন পুবের অধ্যাত্মবাদী আত্মনিমগ্নতার সঙ্গে। ভগ্ন, তুচ্ছ, আত্মগ্লানিময় নিঃসঙ্গ মানুষকে করে তুলেছেন আত্মপ্রত্যয়ী, বিশ্বাস করতে শিখিয়েছেন, ‘আমিই সে।’
পৃথিবীর ইতিহাসে তিনিই প্রথম লোকশিক্ষক, যিনি তাঁর সহমানবদের কোনো পাপের উত্তরাধিকারী বলে মনে করেননি- যেহেতু, তিনি জানতেন, আমরা সবাই অমৃতের পুত্র।
উনিশ শতকের অন্তিম পর্ব থেকে আজ অবধি দেশেবিদেশে বহু গবেষক বিবেকানন্দকে জানার চেষ্টা করেছেন, করে চলেছেন। কিন্তু বিরামহীন এই অনুসন্ধানের পরেও স্বামীজির জীবন ও কর্মের এক নির্ভরযোগ্য, পরিপূর্ণ চিৎ এঁকে ফেলা সম্ভব হয়নি। কিছু উল্লেখযোগ্য ব্যতিক্রম (উচ্চমার্গীয় ভাষা ও সাহিত্যগুণের কারণে যাদের অধিকাংশই সাধারণ পাঠকের নাগালের বাইরে) বাদ দিলে প্রায় সব ক্ষেত্রেই কোথাও তথ্যে ঘাটতি পড়েছে, কোথাও সস্তা মনোরঞ্জনের তাগিদে অভাব রয়ে গেছে অবলোকনের পদ্ধতিতে। সাধারণ মানুষের কাছে তাদের প্রাণাধিক প্রিয় বিবেকানন্দ বহুলাংশে অজানা, অচেনাই রয়ে গেছেন।
এই গ্রন্থ সেই অপরিচয়ের বাধা দূর করবে। স্বামীজি রচিত প্রায় সব ক-টি পত্র যেমন এ গ্রন্থে অন্তর্ভুক্ত, তেমনই এর দু-টি খণ্ডে স্থান পেয়েছে বিবেকানন্দ-জীবনের এতাবৎ গবেষণালব্ধ প্রায় সমস্ত তথ্য।
সরল গদ্যে বিবেকানন্দের মহাকাব্যিক জীবনের এমন তথ্যনিষ্ঠ, পূর্ণাঙ্গ ধারাবিবরণী বাংলাভাষায় এই প্রথম।







Reviews
There are no reviews yet.